রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চর বেতকা গুচ্ছগ্রামের পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করায় গুচ্ছ গ্রামটির ১০টি ঘর গভীর খালে ধ্বসে গেছে।
ধ্বসে যাওয়া অংশে বিশাল খালের সৃষ্টি হয়েছে। বড় খাল সৃষ্টি হওয়ার কারণে আরো বেশ কয়েকটি ঘর ও গুচ্ছগ্রামের একমাত্র ক্লাব ঘরটিও ধ্বসে যাওয়ার আশংকায় রয়েছে।
এ খবর পেয়ে গতকাল ২৭শে জুলাই দুপুরে পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম ওই চর এলাকার গুচ্ছগ্রাম পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। পরিদর্শন শেষে ধ্বসে যাওয়া স্থানে গাইড ওয়াল নির্মাণসহ ক্ষতিগ্রস্তদের গৃহের ব্যবস্থা করা এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামিম শেখ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু বক্কর ছিদ্দিকসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
সরেজমিনে আলাপকালে গুচ্ছগ্রামটির কয়েকজন ক্ষতিগ্রস্ত বাসিন্দা জানান, এলাকায় একটি সরকারী রাস্তা নির্মাণের জন্য গুচ্ছগ্রামটির পাশ থেকে দীর্ঘদিন ধরে ড্রেজিং দিয়ে বালু উত্তোলন করে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। রাস্তার কাজ শেষ হয়ে গেলেও তারা দীর্ঘদিন ধরে আশপাশের বিভিন্ন বসতবাড়ীতে বালু সরবরাহ করতে থাকে। এভাবে এখানে গভীর আকারে খালের সৃষ্টি হয়েছে। বালু উত্তোলনের সময় তাদেরকে নিষেধ করলে নানা ধরনের ভয়ভীতি দেখায় তারা।
ক্ষতিগ্রস্তরা জানান, তাদের এখন বিকল্প কোন থাকার ব্যবস্থা নেই। অথচ এ গুচ্ছগ্রামে অনেকই ঘর বন্দোবস্ত নিয়েও তারা বসবাস করে না। অযথা দখল করে রেখেছে। এছাড়া এখানকার ঘরগুলোও জরাজীর্ণ হয়ে গেছে। নেই পর্যাপ্ত টিউবয়েল। নষ্ট হয়ে গেছে সবগুলো টয়লেট।
তারা সরকারের কাছে দাবী করে বলেন, আমাদের থাকার ব্যবস্থাটা একটু ভালো করে দিলে সবার কাছে কৃতজ্ঞ থাকবো। জরাজীর্ণ ঘরগুলো মেরামত করে দেয়াসহ একটি কমিউনিটি ক্লিনিক ও একটি পুলিশ ফাঁড়ি করে দিল আমরা নিরাপদে থাকতে পারি। আমরাও তো এদেশের নাগরিক।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, জেলা প্রশাসকের সাথে আলাপ করে দ্রুতই ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা এবং ধ্বসে যাওয়া স্থান মেরামত করাসহ গুচ্ছগ্রামবাসীর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা করা হবে। আমি সরেজমিনে এসে অনেক কিছুই উপলব্ধি করতে পেরেছি। আমি এখানকার মানুষের জন্য সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবো।