রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর ৩২তম ও এডঃ সৈয়দ রফিকুস সালেহীনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ৩১শে জুলাই বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সহ-সভাপতি ও প্রয়াত নেতা আব্দুল ওয়াজেদ চৌধুরীর মেয়ে ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ উজির আলী শেখ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডঃ সৈয়দ রফিকুস সালেহীন ছিলেন আদর্শবান রাজনীতিবিদ। তাদের অবদান দেশ ও জনগণ চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। ওয়াজেদ আলী চাচা যখন সভাপতি ছিলেন তখন আমি সাধারণ সম্পাদক ছিলাম এবং রফিকুস সালেহীন যখন সভাপতি ছিলেন তখনও আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমি তাদের সাথে রাজনীতি করেছি। তারা আমাকে সবসময় সহযোগিতা করতো। আমরা তাদের আদর্শ নিয়ে রাজনীতি করবো। তাহলে সামনের দিকে এগিয়ে যাবো।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আটাশ কলোনী জামে মসজিদের ইমাম সেলিম দেওয়ান।