ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
গোয়ালন্দে নয় দফা দাবীতে শিক্ষার্থীদের গণমিছিল
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৮-০৩ ১৪:৫৪:৩৪

 শিক্ষার্থীদের গ্রেফতার, হত্যার প্রতিবাদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯দফা দাবীতে ডাকা কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ী জেলার গোয়ালন্দে গণমিছিল করেছে শিক্ষার্থীরা।

 গতকাল ৩রা আগস্ট দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজে সমবেত হয় উপজেলার থেকে আসা বিভিন্ন কলেজের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীরা। এ সময় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দাবীর প্ল্যাকার্ড হাতে গণ মিছিল বের করে। ‘উই ফর জাস্টিস’ শ্লোগানে মিছিল ছিল মুখরিত ছিলো এলাকা। মিছিলটি কলেজ থেকে বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক দিয়ে পৌর জামতলা প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এসে মহাসড়কে উপর ১০মিনিট বসে তাদের দাবীর কথা তুলে ধরেন।

 এ সময় মহাসড়কের একপাশ দিয়ে যানবাহন চলাচল করে। পরে একই স্থানে গিয়ে মিছিল সমাপ্তি ঘোষণা করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মোঃ রাশেদুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিমুল হাসান, রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থী মোঃ সাজেন হোসেনসহ বিভিন্ন কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। 

 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও দেশের জানমালের কথা চিন্তা করে আমরা মিছিলের সামনে ও পেছনে ছিলাম। গোয়ালন্দে শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

 
বালিয়াকান্দি থানায় নতুন ওসি মনিরুজ্জামান খানের যোগদান
পাংশায় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রাশেদুর
পাংশার নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরাতন ভবনের প্লাস্টার খসে রড বেরিয়ে পড়ছে
সর্বশেষ সংবাদ