প্রায় দুই মাস ধরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজারে মেসার্স খান ট্রেডার্সসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে তালাবদ্ধ করে রেখে ছিল প্রতিপক্ষের লোকজন।
গতকাল ১০ই আগস্ট সকালে এ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ফেলেন স্থানীয়রা।
দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকায় মেসার্স খান ট্রেডার্সের গোডাউনে রাখা ৬শত বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করে দোকান মালিক আজাহার আলী খান। এতে সাড়ে তিন লক্ষ টাকার সিমেন্ট নষ্ট হয়েছে বলে জানান তিনি।
এ সময় সেখানে আরমান আলী, দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শাখাওয়াত হোসেন, মজিবর রহমান শেখ, আব্দুর রাজ্জাক খান, নুর জাহান খানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। তবে বাজার কমিটির কেউ উপস্থিত ছিলেন না।
এদিকে একই বাজারে শেখ 'স' মিল নামে কাঠ চিড়াই মিলটিও দুই মাস ধরে বন্ধ করে রাখেন চেয়ারম্যানের লোকজন। মিল মালিক আসলাম শেখ বলেন, আমার কাছে বাজার কমিটির মাধ্যমে দুই লক্ষ টাকা দাবী করে। টাকা না দেওয়ায় এতদিন মিলটি বন্ধ রাখা হয়েছিল। গতকাল ১০ই আগস্ট সকালে বাজারের লোকজনের সহযোগীতায় মিলটি চালু করি। এছাড়াও নিজাতপুর আব্দুল করিম খান হাফিজিয়া কওমি মাদ্রাসাটি বন্ধ করে দেয় চেয়ারম্যানের আত্মীয় স্বজন। এতে শিশুরা গত দুই মাস তাদের শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে বলে যানা গেছে।
দাদশী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার শেখ জানান, আমি তাদের দোকান তালা মারি নাই। ঈদের সময় গরু হাটকে কেন্দ্র করে আমি সহ পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে আকবর খান ও তার লোকজন। এ ঘটনায় উভয় পক্ষে মামলা হয়। তারা এতদিন ছিল না। এখন উল্টো তারাই তাদের দোকানপাট ও মাদ্রাসা বন্ধ করে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।
উল্লেখ্য, গত কোরবানীর ঈদ উপলক্ষে সিংগা নিজাতপুর গরু ছাগলের হাঁটের ইজারার টাকা নিয়ে ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ ও বিএনপি নেতা আকবর খান গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে চেয়ারম্যানসহ উভয় পক্ষের ৮/১০ জন জখম হয়। পরে দুই পক্ষ থেকে মামলা দেওয়া হয়।