ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া ২টি আগ্নেয়াস্ত্র র‌্যাবের অভিযানে উদ্ধার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-১৪ ১৫:৪৮:৩২

শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ৫ই আগস্ট একদল দুষ্কৃতিকারী কুষ্টিয়া মডেল থানা আক্রমন করে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায়। এ সময় তারা থানা থেকে মূল্যবান জিনিসপত্র ও অস্ত্র-গোলাবারুদ লুট করে নিয়ে যায়। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযানে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১২ কুষ্টিয়া সিপিসি-১ ক্যাম্প। এরই ধারাবাহিকতায় র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল গতকাল ১৪ই আগস্ট রাত ৯টা ২০ মিনিটের দিকে ‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন হাটশ হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি শর্টগান ও ১টি এক নলা বন্দুক উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে   -মাতৃকণ্ঠ।

 

 

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ