ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সাধন ফরিদপুরে র‌্যাবের হাতে গ্রেফতার
  • আশিকুর রহমান
  • ২০২৪-০৯-২২ ১৫:৩৬:৫৫

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন (৫৫)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

 গতকাল ২২শে সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।

 মামলায় উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১২ই জানুয়ারী জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিনুর রহমানকে অপহরণ করে শারীরিকভাবে নির্যাতন করেন এ মামলার আসামীরা। চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ হত্যার চেষ্টাও করেন তারা। এক পর্যায়ে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবী করা হয়। এ সময় তারা ৫ লাখ টাকা নেয়ার পর পরবর্তীতে তুহিনুর রহমানের বাবাকে আরও ৫ লাখ টাকা চাঁদা দিতে তারা বাধ্য করেন। এরপর তাকে বালিয়াকান্দি থানার পেন্ডিং মামলায় আদালতে চালান দেওয়া হয়। 

 পরবর্তীতে তিনি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অসুস্থ হলে দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যয়ভার বহন করেন। এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেন না তিনি। দেশের পরিবেশ ভালো হওয়ায় তার ওপর ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা করে গত ২৫শে আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলা দায়ের করেন তিনি। 

 আদালতের বিচারক মৌসুমী সাহা মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি) এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। এ মামলায় রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু শামা মোঃ ইকবাল হায়াত, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারুয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ও নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কালাম। এছাড়া মামলায় অজ্ঞাত আরো ৩জনকে আসামী করা হয়েছে। মামলায় চিকিৎসক ও সাংবাদিকসহ ৬জনকে সাক্ষী করা হয়েছে। 

 র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, তুহিনুর রহমানের দায়ের করা মামলায় তিন নম্বর আসামী ছিলেন এহসানুল হাকিম সাধন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২২শে সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ফরিদপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকা থেকে এ মামলায় তাকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। সে এই মামলার আসামী সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই।

 উল্লেখ্য, দ্বিতীয় ধাপে গত ২১শে মে-২০২৪ তারিখে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত এহসানুল হাকিম সাধন মোটর সাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট। তারা দু’জনই এ মামলার আসামী এবং বর্তমানে দু’জনই সাবেক উপজেলা চেয়ারম্যান।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ