রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজারে গতকাল ২২শে সেপ্টেম্বর সন্ধ্যার দিকে চরমপন্থী পূর্ব বাংলা সর্বহারা পার্টির(সুশীল গ্রুপের) দলনেতা সুশীল চন্দ্র সরকার (৫৮)কে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা।
নিহত সুশীল সরকার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মৃত মনিন্দ্র নাথ সরকারের ছেলে।
জানা যায়, গতকাল ২২শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় কাটাখালী বাজারে যায় সুশীল। এ সময় তার প্রতিপক্ষ দলের অস্ত্রধারী দুর্বৃত্তরা সুশীলকে ডেকে এমদাদুলের চায়ের দোকানের পাশে নিয়ে গুলি করাসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে মৃত ভেবে তারা চলে যায়। ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠাসহ থমথমে পরিবেশ বিরাজ করছে।
নিহত সুশীল সরকারের ভাই সুনীল সরকার বলেন, আমি অটোরিকশা চালাই। কাটাখালী বাজার থেকে ভাড়া নিয়ে একটু সামনের দিকে গেলেই খবর পাই আমার ভাইকে কে বা কারা যেন মারছে। দ্রুত আমি কাটাখালী বাজারে গিয়ে দেখতে পাই আমার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি দ্রুত আমার অটোরিকশায় উঠিয়ে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তার জানায় সে মারা গেছে।
তিনি আরও বলেন, আমার ভাই বিয়ে করেনি। তিনি কোন কাজ করতো না। আমার ভাই বিগত কয়েক বছর আগে চরমপন্থী দল পরিচালনা করতো।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম বলেন, আমরা সন্ধ্যা ৭টার দিকে একজন রক্তাক্ত রোগীকে মৃত অবস্থায় পাই। আমরা তখন পুলিশকে খবর দেই। পরে তার শরীরের গলায়, পেটে কোপ ও পেটে গুলির চিহ্ন দেখতে পাই।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমার মোবাইল ফোনে একটি বার্তা আসে যে কাটাখালী বাজারে একজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশের মোবাইল টিম কাটাখালী বাজারে গিয়ে নিহত সুশীল সরকারকে পায়নি। পরে আমি জানতে পারি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে এসে জানতে পারি তার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে মরদেহের গলায় ও পেটে ধারালো অস্ত্রের কোপ ও পেটের একপাশে গুলির চিহ্ন থাকতে দেখা গেছে। এ ঘটনা কে বা কারা করেছে তাদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
তিনি আরও বলেন, নিহত সুশীল সরকার তিনি চরমপন্থী নেতা ছিলেন। বর্তমানে তার নামে ৩টি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের ৮ই এপ্রিল রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ঢাকার আশুলিয়ার ইমানদিপুর গ্রামে থেকে রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জসহ দক্ষিণাঞ্চলের চরমপন্থী পূর্ববাংলা সর্বহারা পার্টির (সুশীল গ্রুপের) দলনেতা সুশীল চন্দ্র সরকার গ্রেফতার হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এস.আই নিজাম উদ্দিন ও এএসআই হিরণ কুমার বিশ্বাস অভিযান চালিয়ে পুলিশ সুশীল চন্দ্র সরকারকে আশুলিয়ার একটি বাড়ী থেকে এবং পাশ্ববর্তী অপর বাড়ী থেকে সুশীলের আরেক সহযোগী লালন মোল্লাকে গ্রেফতার করে। ওই সময়ে অর্থাৎ দীর্ঘ ১৩বছর আগে তার বিরুদ্ধে রাজবাড়ী ও গোয়ালন্দ থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র মামলাসহ অপহরণ বহু মামলা ছিল।
দীর্ঘদিন জেল হাজতে থাকার পর সুশীল সরকার কিছুদিন আগে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ এলাকায় অবস্থান করছিল।
পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানায়, শীর্ষ চরমপন্থী সুশীল ওরফে জাফর সরকার পূর্ববাংলা সর্বহারা পার্টির সুশীল বাহিনীর প্রধান ছিল। সে রাজবাড়ী জেলা পুলিশ ও র্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং রাজবাড়ী, পাবনা ও কুষ্টিয়া জেলাসহ সমগ্র দক্ষিনাঞ্চলের মোষ্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের অন্যতম ছিল। রাজবাড়ী ও দক্ষিণাঞ্চলের শীর্ষ অপর চরমপন্থী নেতা আজিজুল ইসলাম ওরফে সামাদ মেম্বার র্যাবের ক্রসফায়ারে গুলিবিদ্ধ নিহত হলে ওই সময়ে সামাদ মেম্বারের বাহিনী ও তার অস্ত্র ভান্ডার সুশীল নিয়ন্ত্রণে নিয়েছিল।