রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে গতকাল ২৩শে সেপ্টেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন গ্রামের অগ্নিকান্ড ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৬টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেকটি পরিবারের ৮ পিস করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান ও বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।