ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
পাংশায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৯-২৩ ১৫:৩৫:০৯

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে গতকাল ২৩শে সেপ্টেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন গ্রামের অগ্নিকান্ড ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৬টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেকটি পরিবারের ৮ পিস করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
 অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান ও বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।

 

বৃহস্পতিবারের মধ্যে নুরু পাগলার কবর নিচু না করলে  শুক্রবার বিক্ষোভে মার্চ ফর গোয়ালন্দের তারিখ ঘোষণা
 ভিপি নূরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ীতে এনসিপির বিক্ষোভ
গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ