২৪’র ছাত্র-জনতার আন্দোলনে রাজবাড়ী জেলা শীর্ষক ম্যাগাজিন প্রকাশ উপলক্ষ্যে পাংশার ইতিহাস গ্রন্থের লেখক ও সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন আহুত এক সাহিত্য সভা গতকাল ২৭শে সেপ্টেম্বর বিকালে পাংশা শহরস্থ এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার। সভায় ২৪’র ছাত্র-জনতার আন্দোলনের গুরুত্ব এবং আন্দোলনে সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার ভূমিকা সংরক্ষণের বিষয়ে ম্যাগাজিন প্রকাশের প্রয়োজনীয়তার ক্ষেত্রে লেখক-সাহিত্যিকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন।
আলোচনায় তিনি ২৪’র ছাত্র-জনতার আন্দোলনে রাজবাড়ী জেলা শীর্ষক ম্যাগাজিন প্রকাশের প্রস্তাবনা উপস্থাপন করে উপস্থিত লেখকদের উন্মুক্ত আলোচনার আহবান জানান। উন্মুক্ত আলোচনায় উপস্থিত লেখকগণ সর্ব সম্মতিক্রমে ম্যাগাজিন প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মতামত ব্যক্ত করেন।
আলোচনায় সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত কার্যক্রমকে এগিয়ে নিতে প্রাথমিক ভাবে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমানকে আহবায়ক এবং সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, কবি মোল্লা মাজেদ, কবি এবাদত আলী শেখ, কবি আবুল হাশেম ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেনকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আগামী ৫ই অক্টোবর বিকালে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে প্রস্তুতি কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
সভা শেষে রাজবাড়ীর কৃতি সন্তান ও একুশে পদক প্রাপ্ত ৫২’র ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুরের ইন্তেকালে শোক প্রস্তাব গ্রহণ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কবি মুহাম্মদ ফিরোজ হায়দার। সভায় স্থানীয় কবি সাহিত্যকগণ উপস্থিত ছিলেন।