রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পাতুরিয়া যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭শে সেপ্টেম্বর বিকেল ৪টায় পাতুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লায়ন এডভোকেট আবদুর রাজ্জাক খান।
পাতুরিয়া যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট খেলা পরিচালনা কমিটির সভাপতি আক্কাস মোল্লার সভাপতিত্বে খেলা পরিচালনা কমিটির সার্বিক তত্বাবধায়ক আনিস মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে সাবেক সাওরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন মোল্লা ও ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডায়াবেটিস অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর এ কে বিশ্বাস বিকাশ বক্তব্য দেন।
এ সময় সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির অন্যতম সংগঠক জিয়াউর রহমান জিরু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন সাইফুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির এডভোকেট আবদুর রাজ্জাক খান বলেন, দেড় মাস আগেও এদেশের সাধারণ মানুষ হাসিমুখে চলাচল করতে পারেনি। শান্তিপূর্ণ পরিবেশে খেলাধুলাসহ অন্যান্য অনুষ্ঠান করতে পারেনি। এখন মানুষ নির্দ্বিধায় সকল ধরণের চলাফেরা খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠান করতে কোন বাঁধা পাচ্ছে না।
হাজারো দর্শকের উদ্দেশ্যে রাজ্জাক খান আরো বলেন, দেশের মধ্যে একটি শান্তি বজায় রেখে স্থিতিশীল পরিবেশ তৈরি করে বর্তমান সরকার একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন দিলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।