ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
বালিয়াকান্দিতে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-১০-০৩ ১৬:২২:১৯

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গতকাল ৩রা অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা, মেডিকেল অফিসার ডাঃ সজল সোম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুজয় কুমার পাল, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু ও বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন ইউনিয়নের দুর্গা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।

 উল্লেখ্য, এবার বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে ১৪৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 
পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ