ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে ৮ জেলের জেল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০১ ১৫:৪৯:১০

॥ রাজবাড়ী জেলার পদ্মা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ৮জন জেলেকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
 এ সময় জব্দকৃত ১ লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং ৬৯ কেজি ইলিশ মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
 এর আগে গতকাল ১লা নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়।
 জেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, গত ১৩ই অক্টোবর থেকে আগামী ৩রা নভেম্বর পর্যন্ত সরকার ইলিশ শিকারে নিষেধাজ্ঞা প্রদান করে। নিষেধাজ্ঞার শুরু থেকেই মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে আসছে। আমাদের অভিযানে জেলা পুলিশ, নৌপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করছে। নিষেধাজ্ঞা সময়ে পদ্মা নদী মাছ শিকারের অপরাধে আটকদের আমরা তাদের জেল, জরিমানা করছি। এছাড়া জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় দান করে দেওয়া হচ্ছে।

 

সামাজিক সম্প্রীতি যাতে কোনভাবেই কলুষিত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে------জেলা প্রশাসক
জুলাই বিপ্লবে আহতদের তালিকা যাচাই বাছাইকরণ সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ