ঢাকা রবিবার, মার্চ ২৩, ২০২৫
পাংশার হাবাসপুরে অগ্নিকান্ডে প্রবাসীর বসত ঘর ভস্মিভূত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-১৪ ১৪:১৩:৫৬

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির গঙ্গানন্দদিয়া গ্রামে গত ১৩ই ডিসেম্বর দিনগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৌদি প্রবাসী আলতাফ শেখের টিনের চারচালা বসত ঘর ও ঘরে রক্ষিত সমূদয় মালামাল ভস্মিভূত হয়েছে।

 গতকাল ১৪ই ডিসেম্বর দুপুরে ক্ষতিগ্রস্ত সৌদি প্রবাসী আলতাফ শেখের পিতা জবেদ আলী শেখ ও স্থানীয় গ্রামবাসী মোন্তাজ উদ্দিন মাষ্টার জানান, পারিবারিক প্রয়োজনে সৌদি প্রবাসী আলতাফ শেখের স্ত্রী সোমা খাতুন তার পৈত্রিক বাড়ী লক্ষèীপুর গ্রামে যায়। ঘরে কেউ ছিল না। রাত প্রায় ১টার দিকে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুরো ঘর এবং ঘরে রক্ষিত নগদ ৫হাজার টাকা, টিভি, ফ্রিজ, ধান-চাল, কাপড়-চোপড়, আসবাবপত্রসহ সমূদয় জিনিসপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পরিধেয় কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। আলতাফ শেখ দায়িক দেনা হয়ে ১০/১৫ দিন আগে সৌদিতে গেছেন। এখন পর্যন্ত সেখানে সে কর্মহীন অবস্থায় আছে।

 রাতেই খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব কিছু পুড়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণের ফলে বাড়ি ও আশেপাশের অন্যান্য ঘর আগুন থেকে রক্ষা পায়।

 অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় আলতাফ শেখের পরিবার এলাকার ধর্নাঢ্য ও দানশীল পরিবারের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।

 
বালিয়াকান্দিতে বিনামূল্যে ভিজিএফ চাল পেল ১৫ হাজার ৭২২টি অসহায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলাদীপুরে ইফতার মাহফিল
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ সংবাদ