ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-১৫ ১৪:৩৯:৫৮

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৫ই ডিসেম্বর সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 এতে উপজেলার ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৯জন শিশু শিক্ষার্থী দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। 

 চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান খান, দুদুখান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি, উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামছুন্নাহার লাখীসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান খান বলেন, মহান বিজয় উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে ১৬ই ডিসেম্বর পুরস্কার বিতরণ করা হবে।

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ