ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫
বালিয়াকান্দিতে এনডিএম পার্টির উদ্যোগে কম্বল ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-০৪ ০০:১২:৩১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং গরীব ছাত্র ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম)।
 গতকাল ৩রা জানুয়ারী বিকেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি শাখার উদ্যোগে শীতবস্ত্র ও উপবৃত্তি প্রদান করা হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম) এর মহাসচিব ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোমিনুল আমিন।
 এনডিএম পার্টির বালিয়াকান্দি শাখার আহ্বায়ক মোঃ রেজাউল করিম মিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে এনডিএম পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মোঃ ফরিদ, কেন্দ্রীয় কমিটির নেতা মাসুদ রানা জুয়েল, আদনান শামীম, বালিয়াকান্দি উপজেলার যুগ্ম আহ্বায়ক এস এম বাবু প্রমুখ উপস্থিত বক্তব্য রাখেন।
 প্রধান অতিথির বক্তব্যে এনডিএম পার্টির  মহাসচিব মোমিনুল আমিন বলেন, ২০২৩ সালে রাজবাড়ী গোল্ডেন জুট মিলের সামনে বিনা ভোটের এমপি লুটেরা জিল্লুল হাকিমের নির্দেশে সন্ত্রাসীরা আমার গাড়ী বহরের উপর হামলা চালিয়েছিল। সেই লুটেরা বিনা ভোটের এমপি জিল্লুল হাকিম এখন কোথায়? ইতিহাস কাউকে ক্ষমা করে না, সেই জিল্লুল হাকিম এখন নাই, মুজিববাদ, ফ্যাসিবাদ নাই। তরুণ ছাত্র জনতা জেগে ওঠায় হাসিনা পালিয়ে গেছে। হাসিনার পেটোয়া বাহিনীর হাতে হাজার হাজার ছাত্র জনতা নিহত এবং আহত হয়েছে। আমি নিহতদের রুহের মাগফেরাত কামনা করি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
 তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান ববি হাজ্জাজের নির্দেশে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে আমি অগ্রভাগে ছিলাম।
 তিনি বলেন, আমি আপনাদের সন্তান, গরীব দুঃখী মানুষের কথা মাথায় রেখে রাজবাড়ী-২ আসন বালিয়াকান্দি, পাংশা ও কালুখালী থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে প্রথমেই এই পাইককান্দি গ্রামকে উন্নয়নের রোল মডেল করবো। বালিয়াকান্দিতে একটি বিশেষায়িত মডেল হাসপাতাল গড়ে তোলা হবে এবং সেখানে ক্যানসারের মতো কঠিন রোগের মানুষদেরকে সেবা দেওয়া হবে। আগামী মাস থেকে তিনটি উপজেলার বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করে দুঃস্থরোগীদের স্বাস্থ্য সেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।
 তিনি আরও বলেন পাংশা, কালুখালী এবং বালিয়াকান্দি সরকারী কলেজে কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে করে শিক্ষিত বেকার যুবক যুবতীরা সহজেই দেশের বাইরে বা দেশের মধ্যে কর্মসংস্থান খুজে পায়।
 তিনি বলেন, শেখ হাসিনার প্রতিবন্ধী ছেলে লুটেরা জয় এবং টিউলিপের বিরুদ্ধে মামলা করেছি। ইতিমধ্যে টিউলিপ গোয়েন্দাদের মুখোমুখি হতে হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে জয় এবং টিউলিপকে জেলের ভাত খাওয়াতে পারি। আপনারা আমার কাছে জনসেবামূলক কাজ নিয়ে আসবেন।

 

 কালুখালীতে বজ্রপাত ও পানিতে ডুবে নিহত ৩ পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ
 দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৯ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
 গোয়ালন্দে চর পাঁচুরিয়ায় গলায় ফাঁস নিয়ে ১ব্যক্তির আত্মহত্যা
সর্বশেষ সংবাদ