রাজবাড়ী জেলার কালুখালীতে বজ্রপাতে নিহত জেলে আব্দুর রাজ্জাক, পানিতে ডুবে নিহত সোবদুল্লাহ ও ইশারার পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ৫ই জানুয়ারী বিকেলে নিজ কার্যালয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রত্যেক পরিবারের হাতে ২০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলামসহ উপকারভোগী পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম জানান, গত ২৪শে জুলাই উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে য়ায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হারোয়া গ্রামের উজ্জ্বল শেখের মেয়ে ইশারা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এছাড়াও গত ১২ই অক্টোবর পাংশায় নানা বাড়ীতে বেড়াতে গিয়ে বাড়ীর পাশেই একটি পুকুরে পড়ে যায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর এলাকার মোঃ জিয়া মন্ডলের ছেলে সোবদুল্লাহ। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
অপরদিকে, গত ৯ই অক্টোবর উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় দুপুর আনুমানিক ২টার দিকে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। নিহত আব্দুর রাজ্জাক কৃষ্ণনগর এলাকার মৃত নবাব আলীর ছেলে।