ঢাকা রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫
পাংশায় সাহিত্য উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০১-১০ ১৪:৪৪:৩৪

রাজবাড়ী জেলার পাংশায় আগামী ২২শে ফেব্রুয়ারী সাহিত্য উন্নয়ন পরিষদের উদ্যোগে ৩০তম বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হবে।

 এ অনুষ্ঠানকে সামনে রেখে গতকাল ১০ই জানুয়ারী বিকালে পাংশা মিডিয়া কমিউনিটি সেন্টারে সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

 সাধারণ সভায় যুক্তরাজ্য প্রবাসী রেজাউল করিমসহ স্থানীয় লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 সাধারণ সভায় সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন এবং সাহিত্য উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সাহিত্য উন্নয়ন পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

 কমিটিতে রয়েছেন ঃ আহবায়ক কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, সদস্য সচিব সাংবাদিক মোঃ মোক্তার হোসেন। সদস্যরা হলেন- পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও পাংশা সরকারী কলেজের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ ইজাজুল হক, হাবাসপুর ড. কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক হাজারী আবুল হাসিম, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও পাংশা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোঃ সহিদুর রহমান, কবি মোঃ এবাদত আলী সেখ, বিশিষ্ট সাহিত্য গবেষক ও পাংশা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি মোল্লা মাজেদ, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামসুল হক ও পাংশা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ।

 এছাড়া সভায় বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে এবং বার্ষিক সাহিত্য ম্যাগাজিন নীল সবুজের ঢেউ সম্পাদনায় পৃথক দু’টি কমিটি গঠন করা হয়।

 বার্ষিক সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা পরিষদের সভাপতি ও সাহিত্য উন্নয়ন পরিষদের আহবায়ক কবি মুহাম্মদ ফিরোজ হায়দার এবং সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা পরিষদের সম্পাদক অধ্যাপক মোঃ সহিদুর রহমান আগামী ২৫শে জানুয়ারীর মধ্যে সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা পরিষদের সভাপতি ও সাহিত্য উন্নয়ন পরিষদের আহবায়ক কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, সাং-নারায়নপুর(কৃষি ফার্ম সংলগ্ন), ডাকঘর-পাংশা, জেলা-রাজবাড়ী বরাবর স্বরচিত কবিতা ও প্রবন্ধ প্রেরণের জন্য লেখকদের প্রতি আহবান জানিয়েছেন। লেখা পাঠানোর ব্যাপারে কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের ০১৯১৭-০৫৬৪৭৩ ও অধ্যাপক মোঃ সহিদুর রহমানের ০১৮১৮-৩৪১৪৪৯ নম্বর মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

 

পাংশায় যুবদল নেতার ওপর হামলার ঘটনায় সাবেক এমপি খৈয়মের নিন্দা
কালুখালীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসমাবেশ
বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ