ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫
যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার জব্দ॥৬জন গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৮ ১৪:৫৩:৪৭

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬জনকে আটক ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। 

 গত ১৭ই জানুয়ারী বিকাল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

 গ্রেফতারকৃতরা হলো- মোঃ হোসেন, আবু তালেব, সাইদুল খান, ইমাম হোসাইন, সামাদ শেখ ও মুতছালিন বাহাদুর। 

 নৌ পুলিশ জানায়, গত ১৭ই জানুয়ারী বিকেল ৩টার দিকে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হক, এসআই মেহেদী হাসান অপূর্ব, এসআই মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। এসময় দুইটি ড্রেজারসহ ৬ জনকে আটক করা হয়।

 জব্দকৃত দুটি ডেজারের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। 

 দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ এনামুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 
মদাপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত
রাজা সূর্যকুমার ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশার কলিমহরে একই রাতে ১৬টি বাড়ীতে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর
সর্বশেষ সংবাদ