বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১৮ই জানুয়ারী বিকেলে পৌরসভার অডিটোরিয়ামে অগ্রসর কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর এডঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের অঞ্চল সহকারী মোঃ দেলোয়ার হোসেন ও বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর অঞ্চলের টীম সদস্য শামসুল ইসলাম আল বরাটী বক্তব্য রাখেন।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় এ সময় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ মোবারক হোসেন, পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর ফরহাদ জামান রুপু, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুলতান মাহমুদ, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এডঃ আব্দুর রাজ্জাক, গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম মীর, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাই জোয়ার্দ্দারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ২৭টি ওয়ার্ডের জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।