ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫
পাংশায় যুবদল নেতার ওপর হামলার ঘটনায় সাবেক এমপি খৈয়মের নিন্দা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৮ ১৪:৫৫:১৭

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের গাড়ী বহরে হামলা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন সোহাগের(৩০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 গতকাল ১৮ই জানুয়ারী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনারও দাবী জানান তিনি।

 জানা গেছে, পাংশা উপজেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন সোহাগের(৩০) ওপর গত ১৬ই জানুয়ারী বিকেলে পাট্টার গোলাবাড়ী এলাকায় হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে গত ১৭ই জানুয়ারী বিকেলে পাট্টা ইউনিয়ন যুবদলের আয়োজনে জাগিরকয়া নতুন বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। সমাবেশ শেষে সন্ধ্যার পর প্রধান অতিথির গাড়ি বহর পাংশা শহরে ফেরার পথে গোলাবাড়ী এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে ৮-১০ জনের একদল আওয়ামী সন্ত্রাসী গুলি করে। এ সময় পাট্টা ইউনিয়ন যুবদল কর্মী মনিরুল(৪০) গুলিবিদ্ধ হয়। তার বাম হাতে গুলি লেগেছে। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, এ ঘটনায় ৯জনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

 
মদাপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত
রাজা সূর্যকুমার ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশার কলিমহরে একই রাতে ১৬টি বাড়ীতে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর
সর্বশেষ সংবাদ