রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে গতকাল ২৪শে জানুয়ারী ভোগ আরতি অনুষ্ঠান পরিদর্শন করেন সনাতন ধর্মীয় বিশিষ্টজনেরা।
জানা যায়, হাবাসপুর কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও অষ্টকালীন নীলাকীর্তন-২০২৫ গত ২১শে জানুয়ারী থেকে শুরু হয়। গতকাল ২৪শে জানুয়ারী মহানামযজ্ঞ ও অষ্টকালীন নীলাকীর্তন শেষে কুঞ্জভঙ্গ নগর কীর্তন, শ্রীশ্রী মহা প্রভুর ভোগ আরাধনা, মহাপ্রসাদ বিতরণ প্রভৃতি অনুষ্ঠিত হয়।
হাবাসপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কুমার কুন্ডু(সজল কুন্ডু)’র সভাপতিত্বে এবং হাবাসপুর কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক প্রলয় কুমার বিশ্বাস (চয়ন)’র উপস্থাপনায় অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও পাংশা আদি মহাশ্মাশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা আদি মহাশ্মশান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন রায়, হাবাসপুর কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি পরেশ চন্দ্র দাস, নামযজ্ঞ কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস, সহ-সভাপতি রতন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক ডাঃ গনেশ চন্দ্র শীল, সদস্য ষড়স্বতী রানী সরকার ও হাবাসপুর কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান উপদেষ্টা ডাঃ দেব প্রসাদ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
ভোগ আরতি অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন শ্যামল চন্দ্র শীল, রমেন চন্দ্র বিশ্বাস ও চৈতন্য দাসসহ সঙ্গীরা।