ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫
রাজবাড়ীতে বিবেকানন্দ পল্লীতে সরস্বতী পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৩ ১৫:৪২:২৮

 রাজবাড়ীতে অনিবার্ন যুব সংঘের আয়োজনে গতকাল ৩রা ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টায় শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লীর সার্বজনীন দূর্গা মন্দিরে সরস্বতী পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 বিনোদপুর বিবেকানন্দ পল্লীর সরস্বতী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক রকি কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বক্তব্য রাখেন।
 গৌতম দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব বাসুদেব মন্ডল, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা শাখার প্রধান উপদেষ্টা বিশ্বনাথ বসু, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি রবি লাল দাস, বিবেকানন্দ পল্লীর সার্বজনীন দূর্গা পূজা মন্দির কমিটির সভাপতি রবি কুমার দাস, আমরা সনাতনী যুবক সংগঠনের রাজবাড়ী জেলা শাখার প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ প্যারিস হোসেন ও ব্লাড ডোনার ক্লাবের পাভেল রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সরস্বতী পূজা উদযাপন কমিটির সদস্য সচিব সুজন কুমার দাস।
 এ সময় বিবেকানন্দ পল্লীর সকল সদস্য ও অনির্বাণ যুব সংঘের সকল সদস্য উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, বিবেকানন্দ পল্লীর সরস্বতী পূজার অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে দাওয়াত দেওয়ায় আমি বিবেকানন্দ পল্লীর সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখানে আসতে পেরে আনন্দিত। আমি এই বিবেকানন্দ পল্লীর সকল ভালো কাজের সাথে রয়েছি। যে কোন প্রয়োজনে আমি আপনাদের সাথে রয়েছি। আমরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সকল কিছুতে আমাদের সার্বিক সহযোগীতা থাকবে। এই পল্লীর প্রতিটি মানুষ আমার আপনজন। আমরা সবাই মানুষ। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা সবাই মিলেমিশে রাজবাড়ী শহরে একসাথে বসবাস করবো।

 

মাছরাঙা টিভির সাংবাদিক ইমরানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন পালন
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের  আয়োজনে ফাল্গুন উৎসব অনুষ্ঠিত
ফরিদপুরে এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে দুই কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান
সর্বশেষ সংবাদ