ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৫
গোয়ালন্দে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৪ ১৪:১২:১৪

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান খানের বদলী জনিত বিদায় সংবর্ধনা গতকাল ৪ঠা ফেব্রুয়ারী বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

 গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাসরিন আক্তার  ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কে.এম বেলায়েত হোসেন, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার রায় ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বাবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে বিদাতি কর্মকান্ড বন্ধে কৃষকলীগ নেতাকে আলেম-ওলামাদের আলটিমেটাম
গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন
গোয়ালন্দ পুলিশের অভিযানে রাজবাড়ী শহর থেকে চোরাই কম্পিউটারসহ ১জন গ্রেফতার
সর্বশেষ সংবাদ