ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
পাংশার কলিমহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরি
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০২-০৬ ১৪:০২:১৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার কক্ষ থেকে গত ৫ই ফেব্রুয়ারী রাতে ২টি ল্যাবটপ চুরি হয়েছে। 

 রাত ২টা থেকে ৪টার মধ্যে যে কোন সময়ে দুর্বৃত্তরা কৌশলে ডিজিটাল সেন্টারের দরজার তালাযুক্ত হেজবল খুলে ভিতরে ঢুকে প্রায় ১লাখ টাকা মূল্যের দুটি ল্যাপটপ চুরি করে নেয়।

 কলিমহর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যান বিলকিছ বানু চুরির ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া চুরি ঘটনার বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।

 গতকাল ৬ই ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে কলিমহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছে পরিষদের কর্মকর্তারা চুরি ঘটনার বিষয়টি জানতে পারেন। ডিজিটাল সেন্টারের ল্যাবটপ চুরির ফলে ডিজিটাল সেন্টারের কার্যক্রম ব্যহত হচ্ছে।

 

কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ