ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
পাংশায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বারুদসহ ডাকাত সর্দার গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৬ ১৪:০৫:৩৬

 রাজবাড়ী জেলার পাংশায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও গোলাবারুদসহ আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার ফারুক হোসেন (৩৮)কে গ্রেপ্তার করেছে সেনা ক্যাম্পের সদস্যরা।

 গত ৫ই ফেব্রুয়ারী দিনগত রাত ২টার দিকে রাজবাড়ীর অস্থায়ী সেনাক্যাম্পের একটি বিশেষ দল পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 গ্রেপ্তার ফারুক হোসেন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চরআফড়া গ্রামের আক্কাস আলী শেখের ছেলে।

 জানা গেছে, গত ৫ই ফেব্রুয়ারী দিনগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্বচর আফড়া গ্রামের পদ্মা নদীর ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর অস্থায়ী সেনা ক্যাম্পের ৮ ফিল্ড রেজিমেন্ট অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতির সময় ডাকাত দলের সর্দার মোঃ ফারুক হোসেনকে ৩টি ওয়ান শুটার গান, ১টি এয়ারগান, ১৭ রাউন্ড এ্যামোনেশান, ২টি চাপাতি, ৪টি ফায়ার ক্যাকার(গোলা বারুদ), ১টি হকিস্টিক ও ১ মোবাইল উদ্বারসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য ৬জন সদস্য পানিতে লাফ দিয়ে নদীর অপর পাড়ে চলে যায়।

 পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া পদ্মা নদীতে সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি নদীর মধ্যে হওয়ায় দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়িতে এ সংক্রান্ত মামলা দায়ের হবে।

 
কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ