রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার।
গতকাল ৬ই ফেব্রুয়ারী দুপুরে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস শাহদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন, উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ মুনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন আরা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাইমুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানকে আনন্দদায়ক করতে হবে। এতে শিশুরা শিক্ষার প্রতি আগ্রহী হবে। শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদানের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
তিনি বলেন, শুনেছি কৃষি ক্ষেত্রে এই উপজেলা কৃষি বান্ধব উপজেলা হিসেবে পরিচিত। কৃষি খাতে এ উপজেলার অনেক সুনাম রয়েছে। তাই সরকারী যত সুযোগ সুবিধা আছে সব যেন এ উপজেলার কৃষকরা পায় সে দিকে খেয়াল রাখতে হবে। তিনি সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে বলেন।
তিনি আরো বলেন, দেশের জন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এছাড়াও তিনি রাজবাড়ী জেলাকে মাদক মুক্ত ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তার কালুখালী উপজেলার অসহায়-দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।