“এক ভুবনে এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ভাষা ইশারা দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় শহরের পাবলিক হেলথ এলাকায় প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের আয়োজনে এই দিবসটি পালন করা হয়।
প্রতিবন্ধীর সাহায্য ও সেবা কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডাঃ নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বক্তব্য রাখেন।
রাজবাড়ী প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের প্রধান সহকারী জয়নুল আবেদিনের সঞ্চালনায় রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণ মূলক সংস্থার সভাপতি ও মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ,বি,এম আলমগীর মিয়া ও সহ-সভাপতি বহরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) খায়রুল হাসান মিন্টু বক্তব্য রাখেন।
এ সময় প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীসহ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানব সভ্যতার শুরু থেকেই ইশারা ভাষাটা একটি শক্তিশালী মাধ্যম ছিলো। তখন ইশারা ইঙ্গিতে অনেক কথা বলা হতো। যারা বিশেষ চাহিদাসম্পন্ন অথবা যারা বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীতে আসে তাদের ক্ষেত্রে ইশারা ভাষাটা একটি ভাষা নয়, এটা তাদের আত্মসম্মান, এটা তাদের পরিচিতি। এটা তাদের জীবনযাপনের একটি অন্যতম চাবিকাঠি। এ জন্য ইশারা ভাষার গুরুত্ব অপরিসীম। আমরা যদি একটি সার্বজনীন সমাজ গড়তে চাই, একটি এক্সক্লুসিভ সোসাইটি গড়তে চাই যেখানে সবার পার্টিসিপেশন থাকবে তাহলে এসব বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য একটি বিশেষ ভাষা দরকার, সেটা হচ্ছে ইশারা ভাষা। এর ফলে এসব বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তার মনের ভাব সহজে প্রকাশ করতে পারবে। এজন্য আমাদের ইশারা ভাষার গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করতে হবে। আমাদের সমাজের বড় একটি অংশ কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কিংবা বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করে থাকে। তাই তাদের নিয়ে আমাদের ভাবতে হবে।