ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
রাজবাড়ী জেলা স্কাউটস ও রোভার কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০২-০৭ ১৩:৪৬:৪০

 বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা ও জেলা রোভারের কর্মকর্তাদের সাথে গতকাল ৭ই ফেব্রুয়ারী বিকেল ৫টায় সার্কিট হাউজে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য ও বাংলাদেশ স্কাউটস-এর এডহক কমিটির সদস্য ডাঃ মোঃ আমিনুল ইসলাম। 

 বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা ও জেলা রোভারের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সদস্য ও বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির সদস্য ডাঃ মোঃ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

 এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী জেলা স্কাউটস-এর সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কাউটস ও রোভার স্কাউটস এর লিডার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 মতবিনিময় সভায় সরকারী কর্মকমিশনের সদস্য ও বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির সদস্য ডাঃ মোঃ আমিনুল ইসলাম জেলার স্কাউটস ও জেলা রোভার কর্মকর্তাদের সাথে পরিচিত হন। এরপর তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন ও জেলায় তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। এছাড়াও জেলা স্কাউটস ও রোভার এর নতুন কমিটি গঠনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

 এর আগে সকাল ১০টায় সরকারী কর্মকমিশনের সদস্য ডাঃ মোঃ আমিনুল ইসলাম ঢাকা থেকে রাজবাড়ী সার্কিট হাউসে এসে পৌঁছালে তাকে জেলা প্রশাসন ও জেলা স্কাউটস এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 
রাজবাড়ীতে জেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শওকত হাসান গ্রেপ্তার
দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে রাজবাড়ী-২ আসনে বিএনপি’র রাজনীতিতে সরব সাবেক এমপি সাবু
রাজবাড়ীতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা
সর্বশেষ সংবাদ