ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
গোয়ালন্দের ছোট ভাকলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-০৮ ১৩:৫৯:৫৮

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে চলছে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশ।

 এরই অংশ হিসেবে গতকাল ৮ই ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কাটাখালী বাজারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-দপ্তর সম্পাদক সোলেমান হোসেন।

 এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আইয়ুবুর রহমান আইয়ুব।

 জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আতিকুল আলম আতিক, গোয়ালন্দ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা কৃষকদল নেতা সাজ্জাদুল আলম শামসু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, ছোট ভাকলা ইউনিয়ন কৃষক দল নেতা বিল্লাল হোসেন, ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু প্রমুখ বক্তব্য রাখেন।

 সমাবেশে জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী প্রান্তিক কৃষকদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কল্যাণমুখী বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

 
কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ