ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
খানখানাপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-০৮ ১৪:০০:৩০

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মিনি স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ৮ই ফেব্রুয়ারী বিকালে ভয়েজ অফ খানখানাপুরের আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডঃ মোঃ আসলাম মিয়া। 
 খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী এবং অন্যান্যদের মধ্যে খানখানাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ পাভেল মোল্লা, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী, গোয়ালন্দ পৌর বিএনপি'র সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উদয়ন ইসলাম, বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রাকিবুল হাসান বাদশা, পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস, আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান মাসুদসহ আয়োজন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 ফাইনাল খেলায় কালীচরণপুর হাসেম স্মৃতি সংঘ প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভার খেলে ৫ উইকেটে ২১৭ রান করতে সক্ষম হয়। জবাবে মহসিন সুপারস্টার ক্লাব একাদশ ব্যাট করতে নেমে ১৭.৩ ওভার ব্যাটিং করে সব কয়েকটি উইকেট হারিয়ে ১৭৭ রান করতে সক্ষম হয়। ফলে কালীচরণপুর হাসেম স্মৃতি সংঘ ৪০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভালো খেলা প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নিলয় সজল। সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পান শাহীন ও সবচেয়ে বেশি উইকেট পেয়ে পুরস্কার পান মোঃ আরাফাত। 
 প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে মোটর সাইকেল তুলে দেন।

 

কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ