রাজবাড়ী জেলার জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম রাজবাড়ী সার্কেলের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল ১২ই ফেব্রুয়ারী বিকালে পৌরসভার রজনীগন্ধা অডিটোরিয়ামে উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে রাজবাড়ী সার্কেল-এর প্রতিষ্ঠাতা শামস সোহাগের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক তাইফুর রহমান তুষারের সঞ্চালনায় রাজবাড়ী সার্কেলের প্রধান উপদেষ্টা ও আকবর খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আকবর খান, রাজবাড়ী জেলা ইন্সপেক্টর মোঃ আবু নাঈম, হিলফুল ফুজুল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সবুজ মন্ডল, রাজবাড়ী সার্কেলের আইন উপদেষ্টা এ্যাডঃ মিজানুর রহমান সুজন, ক্রিয়েটিভ এডভাইজার ডিবিসি জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, সাংবাদিক সজিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব, সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান, মৌসুমি সাথিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিক, রাজবাড়ী সার্কেলের এডমিন, এডিটর, সদস্য ও মহিলা সদস্যসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সার্কেল এর প্রতিষ্ঠাতা শামস সোহাগ বলেন, দেখতে দেখতে ৬বছর পার করে ৭বছরে রাজবাড়ী সার্কেল। রাজবাড়ী সার্কেল এত দূরে পৌঁছেছে আপনাদের সবার সহযোগিতা পেয়ে। তবে বিভিন্ন বাঁধাও এসেছে। আমাদের সাথে রয়েছে একঝাঁক তরুণ ছেলে মেয়ে। সবাই রাজবাড়ী সার্কেলের জন্য দিনরাত পরিশ্রম করে। আমাদের সাথে রয়েছে সাংবাদিক, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, জেলাবাসীর জন্য রাজবাড়ী সার্কেল তৈরি করেছে রাজবাড়ী সার্কেল সেবা অ্যপ। যার মাধ্যমে রাজবাড়ীবাসী সকল সেবা পাবে। এ জন্য আমাদের সবার সহযোগিতার প্রয়োজন। প্রশাসন আমাদের সহযোগিতা করে যাচ্ছে এজন্য তাদের জানাই ধন্যবাদ।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী টিমের মাঝে দেওয়া হয় উপহার। তারপর কাটা হয় কেক। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।