ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
পাংশার কলিমহরে একই রাতে ১৬টি বাড়ীতে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০২-১২ ১৪:৫৩:০৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া ও চর কলিমহর গ্রামে গত ১১ই ফেব্রুয়ারী রাতে দুর্বৃত্তরা ১৬টি বসত বাড়ী ও ১টি দোকানে হামলা ও ভাংচুরের তান্ডব চালিয়েছে।

 খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ততক্ষণে দুর্বৃত্তরা হামলা-ভাংচুরের তান্ডব চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 ক্ষতিগ্রস্তরা হলো- বসাকুষ্টিয়া গ্রামের কুদ্দুস মন্ডল, আব্দুল আজিজ মন্ডল, নায়েব আলী মন্ডল, নিজাম মোল্লা, আজিজ সরদার, জাহিদ মন্ডল, সাত্তার অরফে আবু, সাবু, আব্দুল্লাহ ও ইয়াছিন, চর কলিমহর গ্রামের ওহাব মন্ডল, সায়েদুর রহমান, ফজলু মন্ডল, পলাশ মন্ডল ও খলিল মন্ডল। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে। তবে হামলা-ভাংচুরের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

 এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোলযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ততক্ষণে কয়েকটি বাড়ীতে হামলা-ভাংচুর করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িতদের বিষয়ে তথ্যানুসন্ধান চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এলাকায় পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ