রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া ও চর কলিমহর গ্রামে গত ১১ই ফেব্রুয়ারী রাতে দুর্বৃত্তরা ১৬টি বসত বাড়ী ও ১টি দোকানে হামলা ও ভাংচুরের তান্ডব চালিয়েছে।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ততক্ষণে দুর্বৃত্তরা হামলা-ভাংচুরের তান্ডব চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ক্ষতিগ্রস্তরা হলো- বসাকুষ্টিয়া গ্রামের কুদ্দুস মন্ডল, আব্দুল আজিজ মন্ডল, নায়েব আলী মন্ডল, নিজাম মোল্লা, আজিজ সরদার, জাহিদ মন্ডল, সাত্তার অরফে আবু, সাবু, আব্দুল্লাহ ও ইয়াছিন, চর কলিমহর গ্রামের ওহাব মন্ডল, সায়েদুর রহমান, ফজলু মন্ডল, পলাশ মন্ডল ও খলিল মন্ডল। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে। তবে হামলা-ভাংচুরের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোলযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ততক্ষণে কয়েকটি বাড়ীতে হামলা-ভাংচুর করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িতদের বিষয়ে তথ্যানুসন্ধান চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এলাকায় পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।