ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
রাজা সূর্যকুমার ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১২ ১৬:৩৫:০৪

 রাজবাড়ী শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
 সকালে বরণ নৃত্য, জাতীয় সংগীত, ক্রীড়া ও স্কাউট পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং মশাল প্রজ্বলন করা হয়।
 রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য ও রাজবাড়ী জেলা ইন্সপেক্টর মোঃ আবু নাঈম বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, শিক্ষকমন্ডলী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শরীর গঠন ও মনোবিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন অপরিসীম। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করতে হবে। অভিভাবকদের দেখা উচিত তাদের ছেলে-মেয়েরা নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা। লেখাপড়া ঠিকমতো করছে কিনা। লেখাপড়ার পাশাপাশি অন্য কোথাও তারা যাচ্ছে কিনা, অসৎ সঙ্গীদের সাথে ঘোরাঘুরি করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।
 সকালে উদ্বোধনী শেষে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিকালে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ