রাজবাড়ীতে মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক ইমরান হোসেন মনিম(৩৫) এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে গতকাল ১২ই ফেব্রুয়ারী দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে সিনিয়র সাংবাদিক বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলা নিউজের জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস বাবু, সহ-সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম হিরণ, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক বাংলা টিভির জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, সহ-সভাপতি ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সময় টিভির প্রতিনিধি আশিকুর রহমান, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রবিউল খন্দকার, ৭১ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি কবির হোসেন, এজাজ আহম্মেদ, মোর্শেদ আলম মালেক, সুজন বিষ্ণু, কৃষ্ণ সরকার ও সজিব হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা সাংবাদিক ইমরান হোসেন মনিমের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
এ সময় রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সম্পাদক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়া, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মতিন মোল্লা, আনন্দ টিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, সাংবাদিক কামরুল মিঠু, মোঃ বাবলু শেখসহ জেলা ও উপজেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বালু মহালের টেন্ডারকে ড্রপিংকে কেন্দ্র করে গত ১০ই ফেব্রুয়ারী রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই মারামারির ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করায় সাংবাদিক ইমরান হোসেন মনিমকে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আহত সাংবাদিক ইমরান হোসেন মনিম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছে। তবে এ খব লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।