ঢাকা বুধবার, জুলাই ২, ২০২৫
বালিয়াকান্দিতে জিয়া মঞ্চের কর্মি সভা-লিফলেট বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১৫ ১৪:৫৪:৫৩

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা জিয়া মঞ্চের কর্মি সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
 গতকাল ১৫ই ফেব্রুয়ারী বিকালে বালিয়াকান্দি উপজেলা জিয়া মঞ্চের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মি সভা অনুষ্ঠিত হয়।
 কর্মি সভার উদ্বোধন করেন জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক খোন্দকার মাহফুজুর রহমান।
 এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবীব বক্তব্য রাখেন।
 মোঃ নান্নু বিশ্বাসের সভাপতিত্বে ও ওহিদুজ্জামান ওহিদের সঞ্চালনায় কর্মী সভায় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ আকমল হোসেন, জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস, রইচ উদ্দিন ডিউক, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু ও জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব আনিছুর রহমান মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।
 সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহসিন খান, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, জিয়া পরিষদের আহ্বায়ক খোন্দকার রফিকুদ্দৌল্লা বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
 কর্মি সভা শেষে সর্বসম্মতিক্রমে মোঃ নান্নু বিশ্বাসকে সভাপতি, আব্দুর রাজ্জাক মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, ওহিদুজ্জামান ওহিদকে সাধারণ সম্পাদক, জাহিদুর জামান জাহিদকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও  ইমরান শেখ ইরানকে সাংগঠনিক সম্পাদক করে জিয়া মঞ্চের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন জেলা কমিটির আহ্বায়ক খোন্দকার মাহফুজুর রহমান। পরে বালিয়াকান্দি বাজারের বিভিন্ন দোকান ও জনসাধারণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কতৃক ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দরা।

 

 বালিয়াকান্দিতে গলাকেটে কৃষক হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে বাড়ছে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব॥আতঙ্কিত কৃষক ও খামারীরা
 মাটিপাড়া বাজারে ধূমপান ও তামাক  পণ্য আইনে মোবাইল কোর্টে জরিমানা
সর্বশেষ সংবাদ