ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
রাজবাড়ীতে যুবলীগ নেতা সাফায়েত ও তার দুই ভাই ডিবির হাতে গ্রেপ্তার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০২-১৫ ১৫:০৩:৪৮

 রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগের ৩জন সহোদরকে গোয়েন্দা শাখা(ডিবি) গ্রেপ্তার করেছে।

 গত ১৩ই ফেব্রুয়ারী দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজারের মারোয়ারীপট্টি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

 গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী শহরের পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে রাজবাড়ী পৌর যুবলীগের সদস্য শাফায়েত আলী(৫৮), রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিয়াদত আলী ওরফে টগর(৫৫) ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কর্মী লিয়াকত আলী টুটুল(৫৩)।

 মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ই আগস্ট দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের করিম পেট্রোল পাম্পের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণ আন্দোলন সফল করার লক্ষে অবস্থান নেয়। আন্দোলনকে নৎসাত করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় কয়েকজন আহত হয়।

 এ ঘটনায় গত ২রা অক্টোবর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামের মোঃ ইদ্রিস ফকিরের ছেলে মোঃ শাহিন ফকির(৩৮) বাদী হয়ে সদর থানায় ৮৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১৫০/২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

 রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জড়িত থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন সহোদরকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করে।

 

রাজবাড়ীতে জেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শওকত হাসান গ্রেপ্তার
দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে রাজবাড়ী-২ আসনে বিএনপি’র রাজনীতিতে সরব সাবেক এমপি সাবু
রাজবাড়ীতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা
সর্বশেষ সংবাদ