“টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার”-এই প্রতিপাদকে সামনে রেখে রাজবাড়ীতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল ১৪ই ফেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি মোঃ ওয়াজেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
ফাউন্ডেশনটির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা ফরিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ফাউন্ডেশনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ডাঃ আনোয়ারুল আজিম, সহকারী সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার আবিদ হাসান, ফরিদপুর অঞ্চলের সভাপতি শামসুল ইসলাম আল বরাটী, জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা উপদেষ্টা এডঃ মোঃ নুরুল ইসলাম, আদর্শ ক্লিনিকের এমডি ডাঃ মোঃ ইউনুস আলী মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতে ইসলামীর বাইতুল মাল সম্পাদক মোঃ ফেরদৌসুর রহমান, জেলা জমায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, জেলা জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সৈয়দ আহম্মেদ, রাজবাড়ী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডঃ মোঃ রনজু বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা খন্দকার মনির আজম মুন্নুসহ জেলা জমায়াতের ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।