ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
পাংশা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০২-১৬ ১৪:০৫:১২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল ১৬ই ফেব্রুয়ারী উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকালে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাকির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ফিরোজা পারভীন ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর হুসাইন বক্তব্য রাখেন।

 আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

 এদিকে উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় দেওয়া পুরস্কারের মান নিয়ে একাধিক শিক্ষক ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী সকল বিজয়ীকে ১টি পেন্সিল বক্স, ১টি টুবি পেন্সিল, ১টি কার্টার ও ১টি রাবার একই পুরস্কার প্রদান করা হয়।

 পুরস্কারের মান নিয়ে শিক্ষকদের ক্ষোভের বিষয়ে পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল আলম জানান, প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী সকলকে একই পুরস্কার দেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে। তবে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত মোতাবেক পুরস্কার প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 
কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ