ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় উত্তম কাজের জন্য পুরস্কার প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১৭ ১৪:২০:৫৬

 রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ১৭ই ফেব্রুয়ারী সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 সভায় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনের কাছে পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন।

 পুলিশ সুপার তাদের দাবি-দাওয়া এবং সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দাবি-দাওয়া পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করে।

 সভায় বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের জন্য বিভিন্ন ইউনিটের সদস্যদের নগদ অর্থ পুরস্কৃত করেন পুলিশ সুপার। 

 পুরষ্কার প্রাপ্তদের মধ্যে রয়েছে- গোয়ালন্দঘাট থানা টিম, পাংশা মডেল থানা টিম, বালিয়াকান্দি থানা টিম, জেলা গোয়েন্দা টিম, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মিকাইল হোসেন ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোঃ ফরিদ মিয়া, সর্বোচ্চ মাদক উদ্ধারকারী অফিসার জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল্লাহ ও এসআই আতাউর রহমান। ৭৫টি হারানো মোবাইল উদ্ধার করায় এলআইসি শাখার এসআই আশিক ইমরান ও তার টিম এবং শ্রেষ্ঠ গ্রাম পুলিশ অলিউর রহমান ও মোহাম্মদ আলীকে পুরস্কার প্রদান করা হয়।

 এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিবারণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।

 মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সকল থানার ওসি, ডিবির ওসি, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 
রাজবাড়ীতে জেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শওকত হাসান গ্রেপ্তার
দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে রাজবাড়ী-২ আসনে বিএনপি’র রাজনীতিতে সরব সাবেক এমপি সাবু
রাজবাড়ীতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা
সর্বশেষ সংবাদ