ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
পাংশা উপজেলা প্রেসক্লাবে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১৮ ১৩:৫৪:০১

 রাজবাড়ীর পাংশা উপজেলা প্রেসক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার আগমন উপলক্ষে গতকাল ১৮ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বক্তব্য রাখেন।

 এ সময় পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক অতুল সরকার, প্রচার সম্পাদক মোঃ হামজা শেখ, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, উৎপল সরকার, বাপ্পারাজ খান, রবিউল ইসলাম, তুহিন মন্ডল, মেহেদী হাসান, সোবাহান, ইকবাল হোসেন ও শামিম রহমান জন উপস্থিত ছিলেন।

 উপজেলা নির্বাহী অফিসার এসএম আবু দারদা সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, গণমাধ্যম আর প্রশাসন একে অপরের পরিপূরক। তাই আমি আশা করবো প্রেসক্লাবের সকল সদস্য সমাজের বাস্তব চিত্র তুলে ধরবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। পরে তিনি প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

 উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদার আগমন উপলক্ষে প্রথমেই প্রেসক্লাবের সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে প্রেসক্লাবের সদস্য উৎপল সরকার প্রধান অতিথির উদ্দেশ্যে লেখা কবিতা আবৃত্তি করেন।

 

বৃহস্পতিবারের মধ্যে নুরু পাগলার কবর নিচু না করলে  শুক্রবার বিক্ষোভে মার্চ ফর গোয়ালন্দের তারিখ ঘোষণা
 ভিপি নূরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ীতে এনসিপির বিক্ষোভ
গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ