ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
দৌলতদিয়া ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • হেলাল মাহমুদ
  • ২০২৫-০২-১৮ ১৩:৫৫:৩০

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল ১৮ই ফেব্রুয়ারী সকালে বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়।

 দৌলতদিয়া ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও গোয়ালন্দ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ কবির হোসেন, দৌলতদিয়া ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য প্রতিনিধি আবুল কাশেম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম-সাধারণ সম্পাদক ফকীর আব্দুল হালিম, সহকারী শিক্ষক আকলিমা খাতুন, নারগিস সুলতানা, ফারজানা বিথী এবং সানজিদা আক্তার বক্তব্য রাখেন।

 অপরদিকে বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক হেলাল মাহমুদ, সাংবাদিক আবুল হোসেন, প্রধান শিক্ষক ও গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম প্রমুখ।

 অনুষ্ঠানের প্রধান অতিথি গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, দৌলতদিয়া ঘাটটি নদী ভাঙ্গন কবলিত। এই ঘাট এলাকার বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। দেখি তাদের জন্য আমরা কিছু করতে পারি না কি না।

 অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ছেলে মেয়েদের শিক্ষার প্রতি নজর দিবেন, তাদের ভবিষ্যত যেন আরো উজ্জল হয় সেদিকে খেয়াল রাখবেন।

বৃহস্পতিবারের মধ্যে নুরু পাগলার কবর নিচু না করলে  শুক্রবার বিক্ষোভে মার্চ ফর গোয়ালন্দের তারিখ ঘোষণা
 ভিপি নূরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ীতে এনসিপির বিক্ষোভ
গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ