রাজবাড়ী সদর থানা পুলিশ গতকাল ১৮ই ফেব্রুয়ারী সকালে একাধিক অভিযান চালিয়ে ১বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪জন আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি এলাকার মৃত বকশ মন্ডলের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী মোঃ বাবু মন্ডল প্রকাশ ওরফে বকশ বাবু(৪০), সদর উপজেলার ভগিরথপুর গ্রামের খোরশেদ শেখের ছেলে মোঃ আরশেদ শেখ(৩৪), রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের মৃত জমির শেখের ছেলে মোঃ শাওন শেখ ও সদর উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের মৃত আলী আকবর মিয়ার ছেলে মোঃ সুরুজ মিয়া। প্রত্যেককে তাদের নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গতকাল ১৮ই ফেব্রুয়ারী এএসআই মোঃ নুর আলম, এএসআই মোঃ ফরিদ মিয়া ও এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ১বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।