ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক মালেক-সদস্য সচিব তুহিনুর
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১৮ ১৩:৫৮:০০

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার আগের কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 কমিটিতে আব্দুল মালেক খানকে আহ্বায়ক, তুহিনুর রহমানকে সদস্য সচিব ও এস এম জান্নাতুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

 গত ১৭ই ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

 চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। কেন্দ্রের বেঁধে দেওয়া এই সময়সীমার মধ্যেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিতে হবে।

 জানা গেছে, নতুন আহ্বায়ক মোঃ আব্দুল মালেক খান আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

 নতুন সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও নতুন সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম জান্নাতুল ইসলাম রাজবাড়ী জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক।

 এর আগে গত ২০১৮ সালের ২৬শে জুন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখনকে সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করা হয়।

 

রাজবাড়ীতে জেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শওকত হাসান গ্রেপ্তার
দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে রাজবাড়ী-২ আসনে বিএনপি’র রাজনীতিতে সরব সাবেক এমপি সাবু
রাজবাড়ীতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা
সর্বশেষ সংবাদ