বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
এ উপলক্ষে গতকাল ১৮ই ফেব্রুয়ারী দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি স্টেশন এলাকা হয়ে রাজবাড়ী বড় বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, কালুখালী উপজেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, রাজবাড়ী কলেজ শাখা ছাত্রদল, বালিয়াকান্দি সরকারী কলেজ শাখা ছাত্রদল, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদল, কালুখালী উপজেলা যুবদল, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদল, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ জেলা স্বেচ্ছাসেবক দলের ৮টি ইউনিটের পক্ষ থেকে নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা শেষে নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জান্নাতুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ সময় সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম সিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, সাবেক সভাপতি গোলাম কাশেম, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ জেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৭ই ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব হাসান স্বাক্ষরিত এক চিঠিতে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আব্দুল মালেক খানকে আহ্বায়ক, তুহিনুর রহমানকে সদস্য সচিব ও এসএম জান্নাতুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।