কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে রাজবাড়ীতে জেলা জামায়াতের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ই ফেব্রুয়ারী বিকেল ৫টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আজাদী ময়দান থেকে বের হয়ে বড়পুল মোড় প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতে ইসলামীর মজিলেসে সূরা সদস্য ও জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মেদ ও ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় এ সময় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাই জোয়ারদ্দার, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি এডভোকেট রঞ্জু বিশ্বাস, সহ-সভাপতি খন্দকার মনির আজম মুন্নু, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসেন, পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমির কাজী ফরহাদ জামিল রুপু, উপজেলা আমীর সুলতান মাহমুদ, কালুখালী উপজেলা আমীর মাওলানা আব্দুল রব, গোয়ালন্দ উপজেলা আমীর গোলাম আজম মীরসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর পর এই পরিবেশে ঐতিহাসিক আজাদী ময়দানে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র পরিচালনার জন্য ও কুরআন সুন্নাহর অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য,একটি মানবিক রাষ্ট্র পরিচালনার জন্য আমরা সমবেত হয়েছি। গত ২০১১ সালে ১৯শে সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় থেকে তৎকালীন সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক জামিন পেলেও দীর্ঘ ১৩ বছর ৫ মাস ২৯ দিন তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ট্রাইবুনালে বাংলাদেশ যুদ্ধাপরাধী ট্রাইবুনালে যে মামলা রয়েছে সেই মামলাটি ছিলো সাজানো, মিথ্যা ও বানোয়াটি। সেই মামলার সাক্ষী ছিলো মিথ্যা, রায় ছিলো মিথ্যা। তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়েছিল। এ রায় দেশবাসী মানে না। আজকে বিশ্ববাসী ও বাংলাদেশের সকল মানুষ এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আশা করেছিল অতি দ্রুত এই মিথ্যা রায় থেকে আমাদের সংগ্রামী জননেতাকে অবিলম্বে মুক্তি দিবে। দীর্ঘ ৬ মাস পার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে মৃত্যুদন্ড ও ফাঁসির আসামীকে মুক্তি দিলেও আমাদের নেতা এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। আমরা এখানে ষড়যন্ত্রের আভাস পাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সরকারের অধীনে এই প্রথম বড় পরিসরে রাজপথে নেমেছে। আমরা আজহারুল ভাইয়ের মুক্তির দাবী করছি। অনতিবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। শুধু তাকেই নয় এই ১৭ বছরে সারা বাংলাদেশে যে মামলাগুলোতে রায় দেওয়া হয়েছে সরকারীভাবে সেগুলো থেকেও নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। যেই ৫০ হাজার মামলা হয়েছে সেসব মামলা থেকে বিএনপি ও জামায়াত নেতা কর্মীদেরকে মুক্তি দিতে হবে। মামলাগুলো বাতিল করতে হবে। দুঃখের বিষয় এখনো আমাদের কোর্টে মামলার হাজিরা দিতে হয়। শেখ হাসিনা সরকারের আমলে হওয়া মিথ্যা মামলাগুলো থেকে এখনো আমাদের মুক্তি দেওয়া হয়নি। এই সকল মিথ্যা মামলা বাতিল করতে হবে। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আমাদের প্রতীক ফিরিয়ে দিতে হবে। এদেশের মানুষ সন্ত্রাস চায়না। এদেশের মানুষ দুর্নীতি চায়না। এদেশের মানুষ সুদ ঘুষ চায় না। এ দেশের মানুষ একটি কল্যাণকর রাষ্ট্র চায়। একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের মানুষের আশা ভরসার স্থল। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না। এদেশের মানুষ জমায়াতে ইসলামীকে আস্থারস্থল মনে করে। আসুন আমরা বাংলাদেশকে ঠিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
বক্তারা আরো বলেন, আমরা এই অন্তর্বর্তীকাল সরকারের উপদেষ্টাসহ সকল উপদেষ্টার কাছে জোর দাবী জানাচ্ছি অনতিবিলম্বে আমাদের মজলুম নেতাকে মুক্তি দিতে হবে। সেই সাথে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আমাদের প্রতীক ফিরিয়ে দিতে হবে। এছাড়া যারা গণহত্যার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।