ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
মানবতাবিরোধী অপরাধের মামলায় বাড্ডা জোনের সাবেক এএসপি রাজন কারাগারে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১৯ ১৪:২৫:২৯

 ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা অঞ্চলের সাবেক সহকারী পুলিশ কমিশনার(এসি) রাজন কুমার সাহা (৩৫)কে গত ১১ই ফেব্রুয়ারী আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।
 গ্রেফতারের পর গত ১২ই ফেব্রুয়ারী রাজন সাহাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ গোলাম মর্তূজা মজুমদারে নেতৃত্বে বিচারিক প্যানেল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 জানা গেছে, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজন সাহা রাজধানীর বাড্ডা অঞ্চলের এসির দায়িত্বে ছিলেন। আন্দোলন চলাকালে রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে করা একটি মামলায় গত ১১ই ফেব্রুয়ারী আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
 গত ৫ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আইন-শৃঙ্খলা বাহিনীতে রদবদলের মধ্যে তাকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নে(র‌্যাব) বদলি করা হয়েছিল। সবশেষ তিনি র‌্যাব-৫ এ সহকারী পুলিশ সুপার(এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের একটি সূত্র।
 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম রাজনকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।
 তিনি বলেন, জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক এসি রাজন কুমার সাহাকে গ্রেফতারের পর গত ১২ই ফেব্রুয়ারী ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 উল্লেখ্য, সহকারী পুলিশ সুপার(এএসপি) রাজন সাহার বাড়ী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে। তিনি ৩৬তম বিসিএসের বাংলাদেশ পুলিশ ক্যাডারে যোগদান করেন। তিনি ১৯৯১ সালের ১৪ই সেপ্টেম্বর রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। রাজন সাহা ৩৬তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন ও পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ