ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে দিবালোকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার-১
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৩-০১ ১৪:৪৬:৫০

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে দিবালোকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসুদ সরদার (৩৫)কে ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার মামলায় ১ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 গত ২৮শে ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌর জামতলা লিটনের মোটর সাইকেলের গ্যারেজের সামনে হতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সাথে জড়িত রিয়াজকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ রিয়াজ(২৫)। সে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়া(বাবলু এর বাড়ীর ভাড়াটিয়া) মোঃ লিটনের ছেলে।

 থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫শে ফেব্রুয়ারী গোয়ালন্দ বাজার প্রধান সড়ক লোটাস কলেজিয়েট স্কুলের সামনে দিবালোকে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ভিকটিম মাসুদ সরদারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় ভিকটিমের পরিবার অভিযোগ করলে সেটি থানায় রেকর্ড হয়। 

 মামলার প্রেক্ষিতে গত ২৮শে ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌর জামতলা লিটনের মটরসাইকেলের গ্যারেজের সামনে হতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সাথে জড়িত রিয়াজকে গ্রেফতার করা হয়।

 এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, চাঞ্চল্যকর ও দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ধারালো অস্ত্র দিয়ে মাসুদ সরদারকে কোপানোর মামলায় এজাহারনামীর আসামী রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১লা মার্চ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ