ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রাজবাড়ী জেলা প্রশাসনের অভিযান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০১ ১৫:০৫:৪৮

পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজবাড়ী বাজারে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

 গতকাল ১লা মার্চ রাতে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার বড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। 

 জানা গেছে, রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের নির্দেশনায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী শহরের বড় বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়। 

 এ সময় কাঁচা বাজার ও মুদি বাজারের বিভিন্ন দোকানে ভোজ্যতেল, ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন, বেগুন, লেবুসহ অন্যান্য সবজি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের ক্রয় ভাউচার পরীক্ষা করা হয় এবং বিক্রিমূল্যের সাথে অসামঞ্জস্যতা নিরূপন করা হয়। এছাড়াও দোকানীদের রমজান মাসে অহেতুক বিক্রিমূল্য বৃদ্ধি না করার পরামর্শ প্রদান করা হয় এবং অন্যায্যভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে সতর্ক করা হয়। 

 এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসিবুল ইসলাম শিমুল ও জেলা পুলিশের টিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

বৃহস্পতিবারের মধ্যে নুরু পাগলার কবর নিচু না করলে  শুক্রবার বিক্ষোভে মার্চ ফর গোয়ালন্দের তারিখ ঘোষণা
 ভিপি নূরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ীতে এনসিপির বিক্ষোভ
গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ