ঢাকা শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
পাংশায় জেলা প্রশাসনের বাজারমনিটরিং অভিযানে জরিমানা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৩-২১ ১৯:৫২:৫৮

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলার বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। 
 মনিটরিং কার্যকমের অংশ হিসেবে গতকাল ২১শে মার্চ সকালে জেলার পাংশা উপজেলার কাঁচা বাজার, মুদি বাজার, মাংসের দোকান, ফল বাজার এবং বিভিন্ন হোটেল ও রেঁস্তোরায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। এ সময় বিভিন্ন অপরাধে চার দোকান মালিককে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ বলেন, পবিত্র মাহে রমজানের শুরু থেকেই রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাংশা উপজেলার বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্যদ্রব্য বিক্রি ও হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় চার দোকান মালিককে সাড়ে ৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দিন, স্থানীয় বাজার কমিটির সভাপতিসহ জেলা পুলিশের টিম ও স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করে।

গোয়ালন্দে নানা আয়োজনে শেষ হলো  তিন দিনব্যাপী ১৫৩তম ফকিরী মেলা
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ