রাজবাড়ীতে “হিমবাহ সংরক্ষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজনে গতকাল ২২শে মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল আমিন ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ শামীম।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলামের সঞ্চালনায় রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী উত্তম কুমার পোদ্দার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাইম রহমান রুমান, পানি উন্নয়ন বোর্ডের প্রাক্কলনিক মোঃ নিশান আহম্মেদ, রাজবাড়ী ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ আতাউর রহমান ও রাজবাড়ী ওজোপাডিকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ দিদারুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল আমিন বলেন, শুষ্ক মৌসুমে হিমবাহ বিশ্বের অধিকাংশ নদ-নদীকে মিঠাপানি সরবরাহের মাধ্যমে প্রবাহমান রাখছে এবং নদ-নদী ও ছোট ছোট সৌতশ্রেণী দ্বারা পৃথিবীর প্রাণী ও উদ্ভিদের জীবন রক্ষা করছে। পৃথিবীর প্রায় দুই বিলিয়ন মানুষ সরাসরি হিমবাহের মিঠাপানির উপর সরাসরি নির্ভরশীল।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণ পৃথিবীর পানিচক্রে যে প্রভাব পড়ছে সেখানে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত। নদ-নদী শুকিয়ে যাওয়া এবং আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টিপাত কমে যাওয়ায় আমাদের ভূ-স্তরের পানির স্তর নিচে চলে আসছে। একই সঙ্গে উপরিভাগের মাটির পানি শুকিয়ে যাচ্ছে। ফলে আমাদের পরিবেশ-প্রতিবেশ, গাছপালা, প্রাণ বৈচিত্রের ওপর বিরুপ প্রভাব পড়ছে।
তিনি বলেন, আমাদের সবাইকে পানির ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে এবং পানির অপচয় রোধে এগিয়ে আসতে হবে।